চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিদ্যুতায়িত হয়ে আয়নামতি বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার নতিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়নামতি বেগম নতিডাঙ্গা গ্রামের জামাল খার স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, আয়নামতি বেগম টিনের চালের ওপর ডাল শুকোতে দেন। সন্ধ্যায় ডাল তুলতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে আহত হন। তাকে পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডা. সাইদুজ্জামান তাকে মৃত বলে ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর বলেন, ‘এ ঘটনায় আলমডাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
বিডি প্রতিদিন/আবু জাফর