রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আমির হামজা (১৩) নামের এক কিশোর ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি প্রাইভেট ক্লিনিকে লিফটে আটকা পড়ে। ৯৯৯ নম্বরে (জাতীয় জরুরি সেবা) যোগাযোগ করার এক ঘণ্টার মধ্যেই তাকে জীবিত উদ্ধার করা হয়।
মায়ের কাছে যাওয়ার সময় লিফটে লোডশেডিডিং থাকায় দীর্ঘ একঘণ্টা আটক থাকে কিশোরটি। বিষয়টি জানাজানি হলে বেলা ১২টায় জেলা শহরের রেড ক্রিসেন্ট ও সুপার ক্রিসেন্ট হাসপাতাল ভবনের ৩য় তলা থেকে তাকে উদ্ধার করে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস অফিসের লিডার জুয়েল মিয়া বলেন, 'আমরা ৯৯৯ থেকে কল পেয়ে হাসপাতালটিতে ছুটে আসি। ছেলেটিকে উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। সে এখন সুস্থ আছে।'
উল্লেখ্য, আমির হামজা তার অসুস্থ মাকে ক্লিনিকে দেখতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়। আমির হামজা জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগরের মোহাম্মদ ইব্রাহীমের ছেলের ও চম্পকনগর মডেল স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।
বিডি প্রতিদিন / অন্তরা কবির