জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুরী গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতি বছরের এই সময়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে এমন আয়োজন করেন এলাকাবাসী। প্রতিযোগিতা দেখতে ছুটে আসেন দূর-দূরান্তের মানুষ।
এবারের আসরে অংশগ্রহণকারী সবার জন্যই ছিল বিশেষ পুরস্কার। ঘোড়দৌড় উপলক্ষে মাঠে পসরা সাজিয়ে বসেন খাবারের দোকানিরা। রবিবার (১৪ মার্চ) বিকেলে স্থানীয় যুবসমাজের উদ্যোগে উপজেলার ফুলবাড়িয়ার মোথাজুরী এলাকার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল ইসলামসহ ওই অঞ্চলের গণমান্য ব্যক্তিরাও।
বিডি প্রতিদিন/ফারজানা