কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী সুমন (২৭) নামে একজন নিহত হয়েছেন। তিনি হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে সুমন মোটরসাইকেলে করে বাড়ি থেকে কটিয়াদী যাচ্ছিলেন। পুলেরঘাট বাজারে পৌঁছলে একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন নিহত হন। পুলিশ ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/আল আমীন