১১ পেরিয়ে আজ ১২ বছরে পা রাখল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা বাংলাদেশ প্রতিদিন। এ উপলক্ষে সোমবার সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের আব্দুর রাজ্জাক মিলনায়তনে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া প্রেস ক্লাবের সহসভাপতি তারিকুল হক তারিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, প্রবীণ সাংবাদিক মিজানুর রহমান লাকী, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি শ্যামলী খন্দকার, প্রেস ক্লাবের ক্লাবের যুগ্ম সম্পাদক নূরুন্নবী বাবু, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, শরীফ বিশ্বাস, প্রেস ক্লাবের দফতর সম্পাদক লিটন উজ জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম। পরে সাংবাদিক মঞ্জুরুল ইসলাম অতিথিদের নিয়ে বাংলাদেশ প্রতিদিনের জন্ম দিনের কেক কাটেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন