বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১২ বছর পর্দাপণ উপলক্ষে বোয়ালমারীতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় । মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান মিন্টু, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পিযুষ ঘোষ, সহকারী শিক্ষা অফিসার (এটি ইও) মো. আজিজুর রহমান খানঁ, ডা. নুর ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম মিলন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক নুর ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন