শেরপুরের নকলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর হাসমত আলী ওরফে হাসুকে (৫০) গ্রেফতার করেছে শেরপুর নকলা থানা পুলিশ। আজ (সোমবার)দুপুরে পুত্রবধুর দায়ের করা মামলায় শ্বশুরকে গ্রেফতার করা হয়। হাসু উপজেলার পাঠাকাটা কুড়েরপাড় এলাকার মৃত. আ. জুব্বারের ছেলে।
জানা গেছে, হাসু’র ছেলে মিজান ঢাকায় কাঁচামালের ব্যবসা করে। সে কয়েক মাস পরপর বাড়িতে আসে। ৬ মার্চ দুপুরে হাসু তার ঘরের ভিতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষন করেছে বলে ভিকটিম পুত্রবধূর অভিযোগ। গতকাল (১৪ মার্চ) রাতে পুত্রবধূ শ্বশুরের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে নকলা থানায় মামলা করেন। আজ সকালে শশুর হাসুকে প্রেফতার করেছে নকলা থানা পুলিশ।
নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান জানান, পুত্রবধুকে ধর্ষণের অভিযোগের শশুর হাসুকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম পুত্রবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য ও গ্রেফতারকৃত শশুর হাসুকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার