ফরিদপুরের চরভদ্রাসনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২১ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালি বের হয়। র্যালিটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার, কনজুমাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর চরভদ্রাসন থানা সভাপতি মো. জয়নুল আবেদীন কামাল, সাধারণ সম্পাদক মো. আসলাম ব্যাপারী ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুল কালাম। বক্তারা ভোক্তাদের অধিকার রক্ষায় বাজার মনিটরিং জোরদার ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন