হবিগঞ্জে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একযুগ পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও হবিগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিদয়াদ।
এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম মিয়া ও হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।
এসময় হবিগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই