বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বগুড়া জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের কালো ব্যাচ পরিয়ে দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বগুড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, বগুড়া শহর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান বকুল, এমআর ইসলাম স্বাধীন, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, সহীদ উন নবী সালাম, মনিরুজ্জামান মনি, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেমসহ দলীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন