ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকসার মুখোমুখী সংঘর্ষে সালাউদ্দিন (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর তিন ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সালাহউদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া মহল্লার চান মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে একটি সিএনজিচালিত অটোরিকসা বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসার পথে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সালাউদ্দিন মিয়া মারা যান। এসময় আরও তিন যাত্রী আহত হয়। তাৎক্ষনিকভাবে তার নাম জানা যায়নি।
বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কাভার্ড ভ্যান চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত