জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত এইচএম এরশাদের ৯৩তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা শনিবার সকালে পল্লী নিবাস সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের জাতীয় পার্টির জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সিটি মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফাবলেন, রংপুরের জাতীয় পার্টির নেতা-কর্মীরা চাঁদা দিয়ে হলেও এরশাদের পল্লী নিবাসকে পূর্ণাঙ্গ কমপ্লেক্স হিসেবে গড়ে তুলবে। এরশাদের সকল সম্পদ রংপুরবাসীর হোক। পল্লীনিবাসের অডিটরিযাম সমাধি কমপ্লেক্স সংযুক্ত করা হবে যাতে বহিরাগত নেতা কর্মীরা পরিদর্শন করার সময় বিশ্রাম করতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী আঃ রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মহানগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা