টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় মোটরসাইকে আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার বাগুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক মাহমুদুর রহমান (৫০) দিনাজপুর জেলার শ্রীবরদীপুর গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই ) জহিরুল ইসলাম জানান, এলেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে মাহমুদুর রহমান কালিহাতীর দিকে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি বাগুটিয়া ব্রিজ পার হওয়ার সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে মোটরসাইকেল থেকে পরে গিয়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত