পঞ্চগড়ে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য মাঠে নেমেছে পুলিশ। আজ রোববার বিশেষ কর্মসূচী পালন করেছে পঞ্চগড় জেরা পুলিশ।
সচেতনতামুলক প্রচারণায় মাস্ক পড়ার জন্য উদ্বুদ্ধ করা এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টায় পঞ্চগড় শেরে বাংলা চত্বরের শহীদ মিনারের সামনে জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য পিবিএম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সফিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহম্মদসহ পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সচেতনতা বৃদ্ধিতে শহরের বিভিন্ন সড়ক ও দোকানে গিয়ে করোনার প্রতিরোধে সচেতনামূলক পরামর্শ ও মাস্ক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির