‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’- এই স্লোগানে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় আজ রবিবার সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এ সময় থানা প্রাঙ্গণে উপস্থিত জনসাধারণসহ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) বলেন, করোনা মোকাবিলায় মাস্ক পরা অত্যাবশ্যক। এ নিয়ে গাফিলতি করার কোনো অবকাশ নেই। এ বিষয়ে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইব্রাহিম হোসেন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক, ইন্সপেক্টর জয়নাল আবেদীনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিনিধি/আবু জাফর