স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব এবং মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে বরিশালে প্রস্তুতি সভা করেছে বিএনপি। সংগঠনের জেলা (দক্ষিণ) শাখার উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন, বিএনপি নেতা মন্টু খান, আব্দুল মাজেদ মন্নান মাস্টার, নাসির হাওলাদার, নাসির জমাদ্দার, রিয়াজ মৃধা, রফিকুল ইসলাম, সেলিম মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি সহ অন্যান্যরা।
সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব এবং মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহন করে দক্ষিন জেলা বিএনপি।
বিডি প্রতিদিন/এ মজুমদার