রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জরিনা বেগম (৪৫) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। এ সময় ইজিবাইকের আরও চার যাত্রী আহত হন। আহতরা হলেন- রবিন (৩২), হাসি (৩৫), শহিদুল (২০), খাদিজা (৬৫)। আহতরা সবাই দৌলতদিয়া ইউনিয়নের বাসিন্দা।
আহতদের মধ্য গুরুতর অবস্থায় তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জরিনা বেগম গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শমসের কাজীর স্ত্রী।
আজ মঙ্গলবার দুপুর ১টার কিছুক্ষণ পর ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দের মুন্সিবাজার থেকে ব্যাটারিচালিত ইজিবাইকটি ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে রাজবাড়ীর দিকে আসছিলো। অন্যদিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটের দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত ও ইজিবাইকের ভেতরে থাকা আরও চার যাত্রী আহত হন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল তায়েবী বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে জরিনা নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও চার যাত্রী আহত হন। দুর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর