আজ নোয়াখালীর গানের সম্রাট অধ্যাপক মোহাম্মদ হাশেমের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়েছে সাংস্কৃতিক সংগঠনগুলো।
মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের সদস্য সচিব মুস্তফা মনওয়ার সুজন জানান, শিল্পীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালী জেলা শহর মাইজদীর দত্তের হাটে শিল্পীর বাসভবন হাসু ভিলায় বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাদ আসর মাইজদী কোর্ট মসজিদের পাশে মোহাম্মদ হাশেমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।
মাইজদীর নতুন বাস স্ট্যান্ডের পেছনে জিনাত মঞ্জিলে সন্ধ্যায় শিল্পীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান ‘কথা ও গান’। এতে সভাপতিত্ব করবেন মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের আহ্বায়ক অ্যাডভোকেট কাজী খসরু।
অধ্যাপক মোহাম্মদ হাশেম বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিশেষ শ্রেণির গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ছিলেন। ২০২০ সালের ২৩ মার্চ ঢাকায় মৃত্যু হয় এই শিল্পীর।
বিডি প্রতিদিন/হিমেল