ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া রেল সেকশনের আজমপুর স্টেশনের রাজাপুর রেল সেতু এলাকায় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
নিহত বাবু বিজয়নগর উপজেলার সেলিমের ছেলে। আজমপুর স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, রেলওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
আখাউড়া রেলওয়ে থানার এসআই মোজাম্মেল হক বলেন, মরদেহের পাশে পাওয়া একটি মোবাইল ফোনে যোগাযোগ করার পর তার বাড়ি বিজয়নগর উপজেলায় বলে নিশ্চিত হওয়া গেছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই যুবক ট্রেনের বগির সংযোগস্থলে (হুক) বসে ছিলেন। ঝাঁকি লেগে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বিডি প্রতিদিন/আবু জাফর