স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় মলাই ফকির বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে অনষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য এমরান আলী ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহের এবং প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহির উদ্দিন ছফি।
কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন লিটনের পরিচালনায় আলোচনায় আরও অংশ নেন কাদিরজঙ্গল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, আওয়ামী লীগ নেতা মুখলেছুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম রিন্টুর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার