সুনামগঞ্জে নির্মাণাধীন চিফ জুডিশিয়াল আদালত ভবনের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুর ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সদর থানা পুলিশ।
এর আগে সিঁড়ির নিচে রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে নির্মাণ কর্মীরা পুলিশকে খবর দেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান জানান, খবর পেয়ে নির্মাণাধীন আদালত ভবনের প্রথম তলার সিঁড়ির নিচে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। এটি হত্যা নাকি দুর্ঘটনা তদন্ত পূর্বক বের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর