হেফাজতে ইসলামের ডাকা হরতালের সমর্থনে টেকনাফে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী সমমনা সংগঠন ও সর্বস্তরের তাওহীদি জনতা।
রবিবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার শাপল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাপলা চত্বরে এসে শেষ হয়।
এদিকে, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে মিছিলে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/এমআই