নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুল স্মৃতি গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
রবিবার (২৮ মার্চ) নোয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক বকুলের ছেলে একরামুল হক বিপ্লব।
নোয়াখালী পৌর সভার প্যানেল মেয়র রতনকৃষ্ণ পালের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সামচুদ্দিন জেহান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, জেলা স্বাচিপ সভাপতি ডা.ফজলে এলাহী খান, সাধারণ সম্পাদক ডা.মাহবুবুর রহমান, চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টের পিপি অ্যাডভোটেক আলতাফ হোসেন, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, সাবেক ছাত্রনেতা নাছির উদ্দিন এবং জেলা আওয়ামী লীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক মিঠুন ভট্ট প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন অয়ন আরিয়ান টুস্টার স্টার এবং রানার্স আপ জুবলি ব্রাদার্সদের ক্রেস্ট এবং অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তিন মাসব্যাপী এই টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির