কক্সবাজারের চকরিয়ার গরুচোর সিন্ডিকেটের চার সদস্যকে চোরাইগরুসহ আটক করেছে লামা থানা পুলিশ।
সোমবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে লামা উপজেলার ইয়াংছা বাজারে চেকপোস্টে তাদের আটক করা হয়। এসময় গরু ভর্তি একটি নাম্বার বিহীন মাইক্রোবাস জব্দ করে পুলিশ।
আটকরা হলেন, তৌহিদুল ইসলাম (২৮), নুরুল আলম নুরু (২২), সাইদুল ইসলাম (২২) ও মাইক্রোবাস চালক মো. সেনাম (৩২)। এরা সবাই চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের বাসিন্দা। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডজনখানেক গরুচুরি মামলা রয়েছে।
পুলিশ জানায়, '২৯ মার্চ রাতে গরুভর্তি একটি মাইক্রোবাস লামার ইয়াংছা বাজারে পুলিশ ক্যাম্পের কাছে আসলে গাড়িটি থামাতে বলা হয়। এসময় গাড়ির ভিতরে একটি গরু ও চালকসহ চারজন লোক দেখা যায়। এরপরই পেছন থেকে গরুর মালিক ঘটনাস্থলে পৌছে পুলিশকে অবহিত করলে গরুচোর চারজনকে আটক করা হয়।'
গরুচোরদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সাহারবিল ইউনিয়নের গরুচোর সিন্ডিকেটের প্রধান নবী চৌধুরীর সদস্য। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, 'গরুর মালিক লামা বধুঝিরির বাসিন্দা নুর মোহাম্মদ বাদী হয়ে চার গরুচোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির