আওয়ামী লীগের ১০৫ জন প্রবীণ নেতা কর্মীকে দলীয় কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
মঙ্গলবার সকালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যশোরের নাভারন ইউনিয়নের হাড়িয়া মাঠে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন অধ্যাপক রফিকুল ইসলাম বুলী।
ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা আ: জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফিজুর রহমান মুকুল, আলহাজ্ব নিজাম উদ্দিন, উজ্জল হোসেন, হাসান মাস্টার, আবু রায়হান জিকো।
এই ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক প্রবীণ নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। সুবর্ণ জয়ন্তীতে এখানকার সকল বেকার দুস্থ নাগরিকদের কর্মসংস্থানের জন্য “বেকার প্রকল্প” নামে একটি কমিটি গঠন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন