সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুরে প্রতিপক্ষ হামলা চালিয়ে আলাউদ্দিন আলা নামে এক আওয়ামী লীগ নেতাকে মারপিট ও তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ১৫ নং ওয়ার্ডেও কাউন্সিলর রাজু আহমেদ আরজু ও জামায়াত নেতা কুড়ান মুন্সীর নেতৃত্বে একদল সন্ত্রাসী মঙ্গলবার সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে। হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে।
হামলার সময় গহনা, নগদ দেড় লক্ষ টাকা, ২টি টেলিভিশন ও ২টি মোবাইল সেট লুটপাট করে নিয়ে গেছে বলেও আলাউদ্দিন আলা জানিয়েছেন।
আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আলার ছেলে জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটির জেরে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে আলাউদ্দিন আলাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, হামলাকারীরা আমাদের বাড়িঘর ভাঙচুরসহ বাড়িতে রাখা ৭ ভরি স্বর্ণের গহনা, ও ২টি টেলিভিশন ও ২টি মোবাইলসেট ও নগদ প্রায় দেড় লক্ষ টাকা লুটপাট করে নিয়ে গেছে। এছাড়াও আশপাশের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার