গাজীপুরের প্রয়াত এমপি শহীদ আহসান উল্লাহ মাস্টার স্বাধীনতা পদকে ভূষিত হওয়ায় বুধবার দুপুরে স্থানীয় মেঘনা টেক্সটাইল মিলস এর উদ্যোগে কারখানা প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টেক্সটাইল মিলসের চেয়ারম্যান অধ্যক্ষ জাহিদ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, মিলস এর ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল ইসলাম, টেসিস এস সহ-সভাপতি আবুল হোসন, সাধারণ সম্পাদক আলী আহম্মদ, আবুল কাশেম ও মোস্তফা কামাল প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন