গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আরিফুল ইসলাম (১৩) নামের এক শিশুকে হত্যার অপরাধে পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। এ ঘটনায় দু'জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, দণ্ডপ্রাপ্তরা হলেন- গোলজার রহমান, হারুন খন্দকার, সাহেব, ফরিদুল, জরিদুল ইসলাম। তারা সবাই গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট গ্রামের বাসিন্দা।
পিপি আরও বলেন, নাকাইহাট গ্রামে জমি নিয়ে বিরোধ চলছিল বাকি মিয়ার সাথে একই গ্রামের মছির উদ্দিন ও তার স্বজনদের। ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি সেই বিরোধের জেরে বাকি মিয়ার ছেলে আরিফুল ইসলামকে একা পেয়ে মারপিট করেন প্রতিপক্ষ মছির উদ্দিন গং। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরিফুলের। এ ঘটনায় ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি সাতজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন আরিফুলের নানা জালাল উদ্দিন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ