মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেফাজতের হরতাল চলাকালে নাশকতার ঘটনায় ৫১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে সিরাজদিখান থানার উপপরিদর্শক রিমন হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫১৫ জনকে আসামি করা হয়েছে। সরকারি কাজে বাধা দিয়ে পুলিশের ওপর হামলা ও সাধারণ মানুষকে আহত করার অভিযোগে মামলাটি করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার থাকা ৮ জনকেই এ মামলায় আসামি করা হয়েছে।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামলার আয়ু মো. কামরুজামান জানান, এ ঘটনায় আঘাতে ওসি এসএম জালাল উদ্দিনের মাথা ফেঁটে যায়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনিসহ ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এ ছাড়া এ ঘটনার পর হেফাজতের লোকজন ভাঙচুর লুটপাট এবং মোটরসাইকেলে অগ্নিসংযোগ চালায়। বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন