দেশের করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় আজ ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত শেরপুরের সকল পর্যটন কেন্দ্র, সিনেমা হল, বিয়ে, খেলাধুলা এবং সকল প্রকার সভা সমাবেশ স্থগিত ঘোষণা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন স্বাস্থ্যবিধি মানতে মাস্ক পরতে কড়াকড়ি, সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ, রাত ১০টার পরে দোকানপাঠ বন্ধ, হোটেল রেস্তোরাঁয় অর্ধেক আসন খালিসহ ১২টি নির্দেশনা দিয়েছে। আগামি শনিবার ৩ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শেরপুর জেলার শ্রমিকদের সব চেয়ে বড় সংগঠন বাস কোচ শ্রমিক ইউনিয়নের নির্বাচন। নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হলেও সরকারি নির্দেশনা মেনে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও ওই নির্বাচনের নির্বাচন কমিশনার এড. শাহীন হাসান খান।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) এ টি এম জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা ছাড়াও আরো অনেক গুলো ঘোষণা দেওয়া হবে। নির্দেশনা মানতে গতকাল রাত থেকেই জেলা প্রশাসনের নামে জেলার সর্বত্র মাইকিং করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন