সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া এলাকায় ট্রাকচাপায় রঞ্জু খান (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে হাটিকুমরুল গোলচত্ত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রঞ্জু কুষ্টিয়া জেলার বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল নিয়ে রঞ্জু খান গাজীপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পথে পাঁচলিয়া এলাকায় পৌছলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় আরোহী রঞ্জু। উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন