নারায়ণগঞ্জে বন্দর থানায় রান্না ঘরের পানির পাইপ লাইন পরিষ্কার করার সময় গ্যাসের লিকেজ থেকে অগ্নিদগ্ধ হয়ে ৬ দিন চিকিৎসাধীন থাকার পরে মনির হোসেন (৫৫) নামে এক শ্রমিক মারা গেছেন।
শুক্রবার ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের ছেলে সবুজ মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, ২৭ মার্চ বন্দর থানার নবীগঞ্জ পূর্ব নোয়াদ্দাস্থ সোলাইমান মিয়ার ভাড়াটিয়া বাড়িতে গ্যাসের লিকেজে অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন, ভাড়াটিয়া মহাসিন (৪০) সোলাইমান (৫০) মনির হোসেন (৫৫) নাজিম উদ্দিন (৫৫) ও মাহফুজ (১৪)। অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহতদের ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে প্রেরণের নির্দেশ প্রদান করে। অগ্নিদগ্ধ ৫ জনের মধ্যে মাহফুজ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গিয়েছিল। অগ্নিদগ্ধ বাকী ৪ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন