ঢাকার ধামরাইয়ে পৌরসভার মেয়র গোলাম কবির করোনার দ্বিতীয় ধাপেও জনসচেতনতায় আবারও মাস্কসহ করোনানাশক বিভিন্ন স্যানিটাইজার নিয়ে মাঠে নেমেছেন।
সোমবার সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে তিনি সকাল থেকে তার নেতাকর্মী নিয়ে পৌর বাজারসহ বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে জনগণকে সচেতন করেন। এসময় তিনি অনেকের মুখে মাস্ক পরিয়ে দেন।
স্থানীয়রা জানান, প্রথম ধাপে করোনায় তিনি ও তার ছেলে আক্রান্ত হয়েছিলেন। তারপরও জনগণকে সচেতনতায় তিনি ফের মাঠে নেমেছেন।
ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির জানান, ধামরাই পৌরবাসীকে করোনা সচেতন করতে প্রথম থেকেই মাঠে মাঠে আছি। পাশে দাঁড়িয়েছি সকল অসহায় দুস্থ ও কর্মহীনদের পাশে। করোনা মোকাবিলায় ধামরাইবাসীর পাশে সব সময় থাকব।
বিডি প্রতিদিন/এমআই