ভাঙ্গায় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন এক বৃদ্ধ পথচারী। সোমবার সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধের নাম কালাম খাঁ (৭২)। তিনি উপজেলার আলগি ইউনিয়নের পীরেরচর গ্রামের মৃত আলতু খাঁর পুত্র।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহানূর রহমান জানান, ওই বৃদ্ধ ঘটনার সময় সড়ক পাড় হচ্ছিলেন। ওই সময় ফরিদপুরের দিক থেকে আসা বরিশালগামী চাল ভর্তি একটি ট্রাক বৃদ্ধকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্বার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
এসআই সোহানূর রহমান আরও বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। তিনি বলেন, নিহতের লাশ বিনা ময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন