পঞ্চগড়ে মাস্ক পরায় উৎসাহ প্রদানের জন্য শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই কর্মসূচিতে যারা মাস্ক পরে ঘোরাফেরা করেন তাদের হাতে খাবার এবং যারা মাস্ক পরেননি তাদের বিনামূল্যে মাস্ক দেয়া হয়।
মহামারী করোনাভাইরাসের প্রতিরোধে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে এই কর্মসূচি হাতে নিয়েছে হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশন নামে একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
আজ বুধবার বেলা ১১টায় পঞ্চগড় শেরে-বাংলা চত্বরে এসব খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। পথচারী, রিকশা-ভ্যান চালকদের হাতে মাস্ক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, আমলাহার ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ যতিস চন্দ্র রায়, জেলা পরিষদের সদস্য ও নারী অধিকার কর্মী আকতারুন নাহার সাকি, হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্তি, ট্রেজারার আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর