হবিগঞ্জে বুধবার থেকে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। রমজান উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে প্রতিদিন টিসিবি’র পণ্য বিক্রি করেন ডিলাররা। প্রতি প্যাকেজ সরকার নির্ধারিত ৮৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
প্যাকেজে ৪ লিটার তেল, ৫ কেজি পিয়াজ, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি ছোলা দেওয়া হয়।
হবিগঞ্জের ডিলার সুমন রায় জানান, প্রতিটি পণ্যই বাজারের সর্বোচ্চ গুণগত মান সম্পন্ন।
তিনি বলেন, সকাল ১০টায় এসব মালামাল মৌলভীবাজার জেলার শেরপুর ডিপু থেকে সরবরাহ করা হয়। পণ্য হবিগঞ্জে পৌঁছাতে দুপুর ১২টা বেজে যায়। বিক্রি শুরু করতে ২টার আগে সম্ভব হয় না। বুধবার শহরের মুসলিম কোয়ার্টার পয়েন্টে পণ্য বিক্রি করা হয়।
বিডি প্রতিদিন/এমআই