নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার বিকেলে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় আকাশ। প্রথমে দমকা হাওয়া, পরে হালকা বৃষ্টির সাথে মাঝারি আকারের শিলাবৃষ্টি হয় প্রায় ২০ মিনিট।
এরপর শিলার সাথে মাঝারি ধরনের বৃষ্টি চলে আরো ২০ থেকে ২৫ মিনিট। হঠাৎ এই শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে আম, ধান, কাকড় ও তরমুজসহ বিভিন্ন ফসলের।
কয়েকজন আম চাষি জানান, এই শিলাবৃষ্টিতে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ আম পড়ে গেছে। অবশিষ্ট যা আছে, যত্ন করে শেষ পর্যন্ত বিক্রি করতে পারলে কোনো রকম খরচটা উঠে আসবে।
টানা ৮ মাস বৃষ্টিপাত না থাকায় বৃষ্টির অপেক্ষায় ছিল সাধারণ কৃষক। কিন্তু হঠাৎ ব্যাপক এই শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেল বলে জানান ভুক্তভোগী কৃষকরা।
এ বিষয়ে বড়াইগ্রাম কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা জানান, এই মুহূর্তে ক্ষতির পরিমাণ পরিমাপ করা যাচ্ছে না। আমরা খোঁজখবর নিয়ে পরে জানাতে পারবো।
বিডি প্রতিদিন/এমআই