নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে হাফেজ ছায়েদ আহমেদ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরদরবেশপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।
শনিবার সকালে নোয়াখালী করোনা হাসপাতালে তিনি মারা যান।
নোয়াখালীর সিভিল সার্জন ডা.মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করে জানান, গত তিন দিন আগে সদর উপজেলার বৃদ্ধ হাফেজ ছায়েদ আহমেদ জ্বর-কাশি, পেটব্যথা শ্বাসকষ্ট নিয়ে নোয়াখালী কোভিড হাসপাতালে ভর্তি হন। তখন থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। শনিবার সকাল ৯টায় তিনি হাসপাতালে মারা যান। তবে তিনি করোনা পজিটিভ ছিলেন না।
বিডি প্রতিদিন/কালাম