জেলা প্রশাসনের জাটকা সংরক্ষণ অভিযানে বরগুনার বিষখালী নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাত লাখ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে এসব জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।
এসময় শামিম নামের এক জেলেকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত কিছু রেনু পোনা অবমুক্ত করা হয় বিষখালী নদীতে।
অভিযানে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান।
বিডি প্রতিদিন/এমআই