বরিশালে প্রতীকী মঙ্গল শোভাযাত্রা এবং অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। চারুকলা বরিশাল নামে একটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বুধবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক প্রতীকী মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুরুর প্রাক্কালে ছবি তোলার মধ্য দিয়ে প্রতীকী এই মঙ্গল শোভাযাত্রা শেষ হয়। এ সময় পুলিশ তাদের দ্রুত সেখান থেকে সরিয়ে দেয়।
এছাড়া চারুকলা বরিশালের উদ্যোগে বাংলা বর্ষবরন উপলক্ষ্যে অনলাইন চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ১২ জনের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
এর আগে সকাল ৭টায় নগরীর বিএম স্কুল মাঠে উদীচী বরিশাল এর উদ্যোগে সংক্ষিপ্ত আয়োজনে বাংলা বর্ষ বরন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার