দৈনিক ভোরের ডাক ও নিউজ টুডে বগুড়ার সারিয়াকান্দি প্রতিনিধি ও সারিয়াকান্দী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সালাম বকুল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দিবাগত রাত ১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। বৃহস্পতিবার বাদ যোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জেলার সারিয়াকান্দি উপজেলার পারতিত পরলে জন্মগ্রহণ করেন আব্দুস সালাম। তিনি দীর্ঘদিন ধরেই ব্রেন টিউমার রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আব্দুস সালামের মৃত্যুতে এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন ‘বাংলাদেশ প্রতিদিন’ বগুড়ার নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু ও বগুড়ায় কর্মরত সাংবাদিকরা।
বিডি প্রতিদিন/এমআই