শরীয়তপুর নড়িয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ইমাম হোসেন মাদবর (২১) নামে এক যুবককে ধারালো চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে আহতের মা আখি আক্তার বাদী হয়ে রাজন মাদবর, আবু বক্কর, হালিমা বেগমসহ ৪ জনের বিরুদ্ধে আসামি করে নড়িয়া থানায় একটি অভিযোগ করেছেন। এ ঘটনায় একজনকে ঘটনাস্থল থেকে আটক করে বিকেলে জেল-হাজতে প্রেরণ করা হয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের সাতঘরিয়া কান্দির খলিল মাদবরের পরিবারের সাথে আ. রাজ্জাক মাদবরের পরিবারের দীর্ঘ দিনের পূর্ব শত্রুতা রয়েছে। এর জের ধরে পরিকল্পিতভাবে বুধবার রাতে ইমামকে ধরে নিয়ে ধারালো চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ইমাম হোসেনকে আহত করে।
পরে এলাকাবাসী আহত ইমাম হোসেনকে উদ্ধার করে প্রথমে জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে, তার অবস্থা গুরুত্বর হওয়ায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ব্যাপারে নড়িয়া থানার ওসি অবনী শংকর কর জানান, এ ঘটনায় আহতর মা আখি আক্তার চার জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আর বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আবু জাফর