ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাহেন্দ্র’র সাথে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তরমুজ ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার তালমার মোড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন-ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি গ্রামের আব্দুল বিল্লাল ব্যাপারীর ছেলে আব্দুল বাসার ব্যাপারী (৩৫)। অপরজনের নাম মো. কামরুল (৩২)। তার বাড়ি সালথার ভাওয়াল ইউনিয়নে।
আহতরা হলেন-ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার জালাল শরিফের ছেলে নাঈম শরিফ (২৭) ও বোয়ালমারী উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা আলেপ মুন্সীর ছেলে সবুজ মুন্সী (৩০)।
আহত নাঈম শরিফ জানান, আলেপ ও মৃত কামরুল তিন বন্ধু। তারা একসাথে তরমুজের ব্যবসা করেন। তরমুজ আনার জন্য একটি মাহেন্দ্রতে করে সদরপুর যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। ওই মাহেন্দ্রতে তারা তিন বন্ধু ছাড়াও আরেক যাত্রী ও মাহেন্দ্রচালক ছিলেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহানূর রহমান বলেন, এ ব্যাপারে নিহত আব্দুল বাসারের ভাই সোহাগ বেপারী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ পিকআপটি জব্দ করেছে। তবে পিকআপ ও মাহেন্দ্রচালক পলাতক রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই