১৯ এপ্রিল, ২০২১ ২২:২৫

অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪টি শ্যালো মেশিন ধ্বংস

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪টি শ্যালো মেশিন ধ্বংস

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযান চলাকালে ৩০ হাজার ঘনফুট বালু জব্দ ৪টি শ্যালো মেশিন ও ১ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ।

জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী মাতামুহুরি নদীর পার্শ্ববর্তী ফসলি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে গভীর গর্ত করে বালু উত্তোলনের কাজ চালিয়ে আসছিল। এতে করে হুমকির মুখে পড়েছে ফসলি জমি। পাশাপাশি মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছিল আশপাশের স্থানীয় মানুষ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনাা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর