২০ এপ্রিল, ২০২১ ২১:২৭

খুলনার উপকূলে কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনার উপকূলে কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা

করোনা পরিস্থিতিতে খুলনার উপকূলীয় দাকোপে কর্মহীন প্রান্তিক ৩৫০ পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে কর্মহীন এসব মানুষের মাঝে খাদ্য সহায়তা চাল, ডাল, আলু, মিষ্টি কুমড়া, ঢেড়স লবন বিতরণ করা হয়। 

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক বৃদ্ধি পাওয়ায় কর্মহীন নিম্ন-মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় খুলনা জেলা প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর  রহমান খান। পরে দাকোপের শতাধিক কর্মহীন মানুষের ঘরে-ঘরে মানবিক সহায়তা পৌছে দেওয়া হয়। 

জানা যায়, লকডাউনের ফলে কর্মহীন হয়ে যাওয়া নিম্ন আয়ের ২৫ হাজারের অধিক মানুষকে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় এ মানবিক সহায়তা দেওয়া হবে।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর