গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় বৃহস্পতিবার দুপুরে শাহিন মিয়া নামে এক ভুয়া পুলিশ আটক করেছে পুলিশ। আটককৃত হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার সরিষাদাইর এলাকার ইছাক মিয়ার ছেলে শাহিন মিয়া ।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, পুলিশের পরিচয়ে সূত্রাপুর এলাকায় সিদ্দিকের নিকট টাকা আদায় করছিল । এ সময় এলাকাবাসীর ওই ভুয়া পুলিশকে সন্দেহ হয়। পরে এলাকাবাসী কালিয়াকৈর থানা পুলিশকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুয়া পুলিশ শাহিন মিয়াকে আটক করে ।এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন