ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ভিডিও করার অপরাধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। এ ঘটনাটি উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামে ঘটে। বুধবার ছাত্রীর মা ওমর ফারুক সোহান (২২) নামে একজনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা দায়ের করে। ওমর ফারুক উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের বাসিন্দা ও আলফাডাঙ্গা উপজেলার একটি কলেজের ছাত্র।
থানা সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের মো. ওহিদুজ্জামান নবাবের ছেলে মো. ওমর ফারুক সোহান ওই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্কে বিষয়ের প্রলোভন দেখিয়ে চলতি বছরের ২ জানুয়ারি রাতে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ধারন করে রাখে। পরে ধারনকৃত ছবি দেখিয়ে ব্লাকমেইল করে আরো কয়েকবার তারা শারীরিক মেলামেশা করে। এ ঘটনা এলাকায় জানাজনি হলে মেয়েটি তার মাকে সব বিষয়ে খুলে বলে।
এরপরই বুধবার রাতে ওই কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ও পর্নোগ্রাফি আইনে মামলা নথিভুক্ত হয়। তবে ঘটনাটি এলাকায় জানাজানি এবং থানায় মামলা হওয়ায় আসামি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, এ ব্যাপারে থানায় ওমর ফারুকের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
বিডি প্রতিদিন/আল আমীন