২৬ এপ্রিল, ২০২১ ১৮:২৭

ফরিদপুরে দুই মাথা নিয়ে শিশুর জন্ম, ৩ ঘণ্টা পর মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে দুই মাথা নিয়ে শিশুর জন্ম, ৩ ঘণ্টা পর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে দুই মাথা নিয়ে এক শিশু জন্মের ৩ ঘণ্টা পর মারা গেছে। সোমবার সকালে বোয়ালমারী পৌর এলাকায় অবস্থিত একটি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশুটির জন্ম হয়।

উপজেলার শেখর ইউনিয়নের বারাংকুলা গ্রামের মো. সুমন মোল্যার স্ত্রী মোসা. সাথী (১৯) অস্ত্রোপচারের মাধ্যমে ওই শিশু জন্ম দেন।

জানা গেছে, মোসা. সাথী উপজেলার একটি ক্লিনিকে সোমবার সকাল সাড়ে ৬টায় ভর্তি হন। এরপর সকাল সাড়ে ৭টায় অস্ত্রোপচারের মাধ্যমে দুই মাথা নিয়ে এক অদ্ভূত শিশু জন্মগ্রহণ করে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে বেলা ১১টার দিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা মো. সুমন মোল্যা বলেন, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ১১টার দিকে শিশুকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা. তাপস কুমার বিশ্বাস বলেন, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে উল্লেখ ছিল জমজ সন্তানের কথা। কিন্তু অপারেশনের পর দেখতে পাই কনজয়েন বেবি (সংযুক্ত)। মা সুস্থ থাকলেও শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় শিশুকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর