নাটোরে ছাত্রলীগের অন্যতম নেতা গোলাম রাব্বানী শেখের পক্ষ থেকে লকডাউনে কর্মহীন শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে নাটোর শহরের রেল স্টেশন সংলগ্ন এলাকার কর্মহীন মানুষগুলোর মধ্যে ইফতার বিতরণ করা হয়।
নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম শিমুল এমপি'র নির্দেশে ইফতার বিতরণ করেন নাটোর সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রাব্বানী শেখ। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির