লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় এলাকায় জমি বিক্রির টাকা নিয়ে সংঘর্ষে শাহীন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে নিহত শাহীনের লাশ পোস্ট মর্টেম করার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।
এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধরলা নদীর রাবার ড্যাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাহীন আলম (৩০) পাটগ্রাম পৌরসভার আন্তঃজেলা মোড় এলাকার বাসিন্দা সুলতান বানিয়ার ছেলে। এ ঘটনায় নিহত শাহিনের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পাটগ্রাম পৌরসভার আন্তঃজেলা মোড় এলাকার বাসিন্দা সুলতান বানিয়ার ছেলে শাহীনের সাথে জমি বিক্রীর টাকা নিয়ে রাবার ড্যাম এলাকার বাসিন্দা দুলাল মিস্ত্রীর কথা কাটাকাটি এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। এক পর্যায়ে দুলাল মিয়া শাহীনকে লাঠি দিয়ে সজোরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। শাহীনের শারিরীক অবস্থার অবনতি হলে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আহত শাহীনকে রংপুরে নেওয়ার পথে বুধবার ভোর রাত ৪টার দিকে মৃত্যু হয়। শাহীনের মৃত্যুর খবর শুনে স্থানীয় লোকজন দুলালকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পাটগ্রাম থানা ভার প্রাপ্তকর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, সংঘর্ষের ঘটনায় শাহীন নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় দুলাল মিস্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার